Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
 ত্রাণ ও পুনর্বাসন
বিস্তারিত

 ত্রাণ ও পুনর্বাসন


নাগরিক সেবা

ক্রমিক

সেবাসমূহের নাম

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

নির্দিষ্ট সেবা প্রদানে ব্যত্যয় হলে প্রতিকারের বিধান

০১।

(ক) গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসুচী (কাবিখা)

 

(খ) গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসুচী (টিআর)

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় হতে বরাদ্দ প্রাপ্তির পর সরকারী নীতিমালা অনুযায়ী উপজেলা পর্যায়ে বিভাজন করা এবং উপজেলা পরিষদ  ইউনিয়নওয়ারী জনসংখ্যা এবং দুঃস্থতার ভিত্তিতে প্রাপ্ত খাদ্যশস্য বিভাজনপূর্বক প্রকল্প গ্রহণ অনুমোদন এবং বাস্তবায়ন করা হয়ে থাকে।

সরকারী  নীতিমালা অনুযায়ী প্রকল্প শুরু এবং সমাপ্তির তারিখ নির্ধারণপূর্বক প্রকল্প সমূহ বাস্তবায়ন করা হয়ে থাকে।

প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন সম্পর্কে কোন অভিযোগ উত্থাপিত হলে তা সরেজমিনে  তদন্ত কর্মকর্তা নিয়োগ পূর্বক সরকারী নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে।

০২।

অতিদরিদ্রদের জন্য কর্মসূচী

উপজেলা হতে প্রাপ্ত প্রকল্প তালিকা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়ে থাকে। বরাদ্দ প্রাপ্তির পর উপজেলাওয়ারী অর্থ বিভাজনপূর্বক সরকারী নীতিমালার আলোকে প্রকল্প অনুমোদন এবং প্রকল্প বাস্তবায়ন করা হয়ে থাকে।

বরাদ্দ প্রাপ্তির পর সারকারীভাবে নির্দিষ্ট সময়সীমার  মধ্যে অর্থ বৎসর হিসাবে    বাস্তবায়ন করা হয়।

প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন সম্পর্কে কোন অভিযোগ উত্থাপিত হলে তা সরেজমিনে  তদন্ত কর্মকর্তা নিয়োগ পূর্বক সরকারী নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে।

০৩।

ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচী

(ক) গৃহবাবদ মুঞ্জুরী, খয়রাতি সাহায্য (চাল/ টাকা)

(খ) শীতবস্ত্র, খেজুর, ঢেউটিন ইত্যদি ত্রাণ সামগ্রী সাহায্য করা হয়।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে উপজেলা প্রশাসনের সুপারিশসহ আবেদন অনুযায়ী জেলা কার্যালয়ের মাধ্যমে তহবিল প্রাপ্তির সাপেক্ষে ক্ষতিগ্রস্ত ব্যক্তি/ প্রতিষ্ঠানকে আর্থিক/খাদ্য/ সামগ্রী সাহায্য দেয়া হয়।

সরকারী পরিপত্র মোতাবেক সাহায্য প্রদান করা হয়।

সরকারী সাহায্য সম্পর্কে কোন অভিযোগ উত্থাপিত হলে তা সরেজমিনে তদন্ত কর্মকর্তা নিয়োগ পূর্বক সরকারী নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে।


কার্যক্রম

- যে কোন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের তথ্য সংগ্রহ।
- প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিতকরণ।
- প্রাকৃতিক দুর্যোগে প্রকৃত দুঃস্থ ক্ষতিগ্রস্থদের সরকারী খয়রাতি সাহায্যের ব্যবস্থাকরণ।
- ঝুঁকি হ্রাস কর্মসূচীর উপজেলার কাজের সমন্বয়করণ।
- ভিজিডি, ভিজিএফ প্রকল্প প্রণয়ন, বরাদ্দপত্র জারী ও তদারকিকরণ।
- গ্রামীণ রাস্তায় ছোট ছোট ব্রীজ কালভার্ট নির্মাণ প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নকরণ।
- কাজের বিনিময়ে খাদ্য ও কাজের বিনিময়ে টাকা কর্মসূচী বাস্তবায়ন সম্পর্কিত কাজ।
- প্রাকৃতিক দুর্যোগ পূর্ব প্রস্ত্ততি গ্রহণ সম্পর্কিত কাজ।
- ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচী সম্পর্কিত কাজ।
- শাখা সংক্রান্ত বিবিধ কার্যক্রম।


যোগাযোগ

ইমেইল

:

drro.natore@gmail.com

ফোন

:

০৭৭১-৬৬৭২১

মোবাইল

:

/

ফ্যাক্স

:

০৭৭১-৬২৩১৬

ডাক ঠিকানা :

:

কক্ষ নম্বর: /,  জেলা প্রশাসকের কার্যালয়, নাটোর ।


ভারপ্রাপ্ত কর্মকর্তা