কাঁচাগোল্লা নাটোর জেলার একটি ঐতিহ্যবাহী মিষ্টি । দেশব্যাপী কাঁচাগোল্লা এর স্বাদের জন্য বিখ্যাত । দুধ ও চিনি ব্যবহার করে কাঁচাগোল্লা তৈরি করা হয়। ইহা নাটোরের যে কোন মিষ্টির দোকানে পাওয়া যায় । সবচেয়ে বিখ্যাত কাঁচাগোল্লা পাওয়া যায় কালিবাড়ী মন্দির গেট ,মৌচাক মিষ্টান্ন ভান্ডারে ।
ঐতিহ্যবাহী কাচাগোল্লা ও সন্দেশের প্রাপ্তিস্থান:
মৌচাকমিষ্টান্নভান্ডার উত্তরপ্লাজাসুপারমার্কেট, আলাইপুর, নাটোর ফোন: 01724442310 |
দ্বারিকমিষ্টান্নভান্ডার জয়কালিমন্দির, লালপুর, নাটোর |
গ্রিনফুডগার্ডেন বড়হরিশপুরমোড়, নাটোরসদর, নাটোর |
মধুসূদনপালেরদোকান লালবাজার, নাটোর |
কুণ্ডুমিষ্টান্নভাণ্ডার নীচাবাজার, নাটোর |
অনুকূলদধিওমিষ্টান্নভাণ্ডার নীচাবাজার, নাটোর |
সকাল-সন্ধ্যাহোটেলে স্টেশন বাজার, নাটোর |
|